বাংলাদেশের নারী ক্রিকেট প্রথম শ্রেণির পর্যায়ে পা রাখার মাত্র দুই দিন পরই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন নিগার সুলতানা। আজ রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের মধ্যাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে খেলে বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক নিগার খেলেছেন অপরাজিত ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস।
গতকাল দিন শেষে ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলের মোকাবেলায় সেঞ্চুরির মাইলফলক ছুঁয়ে ফেলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর প্রথম দুই দিনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন একাধিক নারী ব্যাটার। উত্তরাঞ্চলের ফারজানা হক প্রথম দিনে আউট হন ৮৬ রানে। পূর্বাঞ্চলের শারমিন আখতারও সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমে যান। জাতীয় দলে ফিরে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৯৬ রান করা শারমিন প্রথম দিনে করেন ৮৮ রান। অন্যদিকে, রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে দক্ষিণাঞ্চলের আয়শা রহমান আউট হন ৯৪ রানে।