বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। এদিন ঢাকার ৪ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
এগুলো হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৯৪), সাভারের হেমায়েতপুর (৩৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৭০), আগাখান একাডেমী (৩২৮)। এছাড়া ঢাকার গুলশান লেক পার্ক এলাকা (২৯২), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৭৮), কল্যাণপুর (২৭৪), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৪), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৫৫), পশ্চিম নাখালপাড়া এলাকায় (২৪৯) বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।