চুয়াডাঙ্গা দর্শনায় ব্যুরো বাংলাদেশ নামের একটি এনজিও কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। কার্যালয়ে থাকা হিসাবরক্ষক ফেরদৌস আলম চিৎকার করলে ছিনতাই করতে আসা ব্যক্তিটি পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া দুর্বৃত্ত বোমাসদৃশ একটি বস্তু অফিসে ফেলে রেখে যায়। ঘটনার সময় হিসাবরক্ষক একাই অফিসে ছিলেন।
হিসারক্ষক ফেরদৌস আলম জানান, মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা এক দুর্বৃত্ত অফিসে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, ‘যা আছে দিয়ে দাও। বাইরে আমার আরও লোক আছে।’ ওইসময় তিনি দৌড়ে ঘরের অন্য প্রান্তে গিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে লোকজন ছুটে আসে। তার আগেই দুর্বৃত্ত বাইরে থেকে দরজা আটকে দিয়ে পালিয়ে যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অফিসটি ঘিরে রাখে। চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনী, ঝিনাইদহ থেকে র্যাবের টিম ও চুয়াডাঙ্গা থেকে গোয়েন্দা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার তিন-চার মিনিটের মধ্যে অনেকেই ঘটনাস্থলে পৌঁছে এবং বাইরে থেকে আটকে দেওয়া দরজা খুলে হিসাবরক্ষককে মুক্ত করে।
ওসি বলেন, ‘দুর্বৃত্ত একটি বোমাসদৃশ বস্তু ফেলে গেছে। এই কারণে আমরা অফিসটিতে অবস্থান করছি। রাজশাহি থেকে বোমা নিস্ক্রিয় করতে দক্ষ একটি টিম দর্শনা অভিমুখে রওয়ানা হয়েছে। আমরা তাদের অপেক্ষায় আছি। টিমটি এখনো চুয়াডাঙ্গা থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে আছে।’
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করছি। যে বা যারা এ ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’