মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। বর্তমানে এই উৎসবে অংশ নিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন তিনি। উৎসবে অংশগ্রহণ করার সময় অভিনেত্রী হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন, যেগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে বলিউড সুপারস্টার রণবীর কাপুরের সঙ্গে মেহজাবীনের সেলফি।
রবিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীনের অভিনীত এবং মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমার প্রদর্শনী। সিনেমাটি দেখার পর অভিনেত্রী ফেসবুকে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করেন, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রকাশিত হয়। মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে তিনি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, এবং দ্বিতীয় ছবিতে দেখা যায়, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সেলফি তুলছেন।
মেহজাবীন এ সময় লাল রঙের শাড়ি পরিহিত ছিলেন, এবং রণবীর কাপুর পরেছিলেন অফ-হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট। কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে সেলফি তোলার সময় মেহজাবীন বিজয়ের ‘ভি চিহ্ন’ প্রদর্শন করেন। ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এবং রণবীর কাপুরের বাঙালি ভক্তরা বিশেষভাবে উচ্ছ্বসিত হয়েছেন মেহজাবীনের সঙ্গে তার সেলফি দেখে।
মেহজাবীন উৎসবের প্রথম দিন থেকেই উপস্থিত রয়েছেন। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তোলার মুহূর্তও রয়েছে। এবার রণবীর কাপুরের সঙ্গে সেলফি তোলার পালা। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময়টা বেশ উপভোগ করছেন মেহজাবীন, যা সহজেই অনুমেয়।