ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে কাজ করে নিজের অবস্থান নিয়ে গেছেন শীর্ষে। এবার ছোট পর্দার এই শীর্ষ অভিনেত্রী পা রাখছেন বড় পর্দায়। তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনেমাটি ও তার বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন মেহজাবীন। পাশাপাশি জানিয়েছেন নতুন বছরের পরিকল্পনাও।
‘প্রিয় মালতী’র মুক্তি নিয়ে মেহজাবীন বলেন, “এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ভক্ত-দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আমার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। এটি আমার জন্য বিশেষ একটি কাজ। সিনেমাটি দেখতে এবং প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে মুখিয়ে আছি।”
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। কঠিন বাস্তবতার প্রতিফলন দেখা যাবে সিনেমার বিভিন্ন অংশে। আমি মালতী রানী দাশ নামে একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছি। মালতী নিম্ন-মধ্যবিত্ত এক লড়াকু নারী, যিনি পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তার সংগ্রাম শুধুই ব্যক্তিগত নয়; এটি সমাজের সাধারণ মানুষের সমস্যা এবং লড়াইয়ের প্রতিফলন। অন্তঃসত্ত্বা অবস্থায় মালতীকে শহরের বিশৃঙ্খল পরিবেশ, শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। এমন একটি চরিত্রে অভিনয় করা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। আমি বিশ্বাস করি, এটি এমন একটি চরিত্র যা বহু বছর দর্শকের মনে গেঁথে থাকবে।”
বড় পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন জানান, “বাড়তি কোনো চাপ অনুভব করছি না। শুরু থেকেই দর্শকরা আমাকে সমর্থন করেছেন এবং ভালোবেসেছেন। তাদের সেই ভালোবাসার জন্যই আমি আজকের জায়গায় পৌঁছেছি। আমি আত্মবিশ্বাসী যে দর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং পছন্দ করবেন। সিনেমাটি ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তবে দেশের দর্শকদের প্রতিক্রিয়া আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
নতুন বছরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “২০২৫ সালেও আমি কাজের মধ্যেই থাকতে চাই। ধারাবাহিকতা ধরে রাখা আমার লক্ষ্য। বরাবরের মতো নতুন বছরেও বেছে বেছে কাজ করব। ভালো গল্প এবং চরিত্রের জন্য কাজ করব, যা মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলবে। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে চাই।”