ইলন মাস্কের মোটা অঙ্কের প্রস্তাব, চ্যাটজিপিটি প্রধানের স্পষ্ট জবাব: ‘আমরা বিক্রির জন্য নই’
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ওপেনএআই কিনে নেওয়ার জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছেন। তবে চ্যাটজিপিটির প্রধান নির্বাহী ও ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান স্পষ্ট জানিয়ে দিয়েআমরা বিক্রির জন্য নই।"
গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘এআই অ্যাকশন সামিট’-এ অংশ নেন অল্টম্যান। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা অন্যান্য কোম্পানির মতো নই। আমাদের লক্ষ্য এজিআই (Artificial General Intelligence) এমনভাবে তৈরি করা, যাতে পুরো মানবজাতি এর সুবিধা নিতে পারে। সেটাই আমাদের মূল উদ্দেশ্য।"
এজিআই কীভাবে সংজ্ঞায়িত করা যায়, এমন প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, "বেশিরভাগ মানুষ ইতোমধ্যেই শক্তিশালী এআই ব্যবস্থার ধারণার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। এটি সত্যিকার অর্থেই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে"
সম্প্রতি ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী "৯,৭৪০ কোটি মার্কিন ডলারে"ওপেনএআই কেনার প্রস্তাব দিয়েছেন। মাস্কের আইনজীবী মার্ক টোবেরোফ নিশ্চিত করেছেন যে, তিনি গত সোমবার এই দরপত্র নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ওপেনএআই প্রতিষ্ঠার অন্যতম সহপ্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক নিজেই। তবে পরে তিনি কোম্পানি থেকে সরে দাঁড়ান।