বকেয়া মজুরির দাবিতে বাংলাদেশ রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী রাজধানীর তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন, যার ফলে উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এই অস্থায়ী শ্রমিকরা তিনটি দাবিতে রেলপথ অবরোধ করেছেন। দাবিগুলির মধ্যে রয়েছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সকল শ্রমিকের বেতন দেওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ানো। উল্লেখ্য, এই অস্থায়ী কর্মীরা (টিএলআর) দৈনিক ভিত্তিতে কাজ করে এবং রেলের চাকরিজীবী নন। তাঁরা রেলওয়ের বিভিন্ন দপ্তরে পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকার সহ বিভিন্ন পদে দীর্ঘ সময় ধরে কর্মরত রয়েছেন।
অস্থায়ী কর্মীদের এই অবরোধ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, তারা এই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছেন।