নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামী ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পর নিহতের স্বজনেরা ঘাতক স্বামী নাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (২২)। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে।
এ ঘটনা ঘটে সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে।
আটক মো. নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে নাহিদ ও রিনার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। গত ১০-১৫ দিন আগে নাহিদ স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন।
সোমবার রাতে নাহিদ অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরেন। এনিয়ে স্ত্রীর সাথে তার বাগবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে নাহিদ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিনার।
সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বলেন, "স্ত্রীকে হত্যা করে সে চৌকিতে শুয়ে ছিল। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।"